• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

মাদারীপুর প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে কর্মরত জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, একটি টিকা শুধু একটি শিশুকে নয়, একটি পরিবারকেও রোগের সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। তাই সচেতন অভিভাবক হিসেবে শিশুর সুরক্ষায় টিকা গ্রহণ নিশ্চিত করা।

এছাড়াও টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  উপসচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সিভিল সার্জন প্রতিনিধি এস এম খলিলুজ্জামান হিমু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে এই টিকাদান কর্মসূচী শুরু হবে। আপনার সন্তানের যদি ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী হয়ে থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। যারা এখনও অনলাইনে আবেদন করেননি তাঁরা আজই অনলাইনে আবেদন করে নিন। আবেদনের জন্য www.vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য অবশ্যই আপনার সন্তানের জন্মনিবন্ধন এবং একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এবং টিকা দেয়ার দিন অবশ্যই সাথে করে আবেদনের কপি নিয়ে আসতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে যুবলীগ নেতা দ্বারা যুবদল নেতা হয়রানির স্বীকার
নলছিটিতে যুবলীগ নেতা দ্বারা যুবদল নেতা হয়রানির স্বীকার
মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা
মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা
ইটনায় বজ্রপাতে জেলে নিহত, আহত ১
ইটনায় বজ্রপাতে জেলে নিহত, আহত ১