মিষ্টি জান্নাতের নতুন সিনেমা ‘বিবর’


ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত এবার নতুন সিনেমায় নাম লেখালেন। বিয়ের গুঞ্জন, প্রেম ও ব্যক্তিগত নানা কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অভিনেত্রী ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেছিলেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের একটি পোস্টের মাধ্যমে তিনি ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন, নতুন সিনেমার নাম ‘বিবর’। সিনেমাটির পরিচালক সাইমন তারিক এবং তার টিম।
মিষ্টি জানান, ‘আরও তিনটি ছবির কাজ খুব দ্রুত শুরু হবে। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে গত মাসে শুটিং শুরু করতে পারিনি।’
মিষ্টি জান্নাতের এই ঘোষণা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। ভক্তরা নতুন সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন, যেহেতু তার অভিনয় ক্ষমতা ও পারফরম্যান্স সবসময়ই সমাদৃত।
মিষ্টির ক্যারিয়ারের এই নতুন ধাপ তার ভক্তদের কাছে এক বড় আনন্দের সংবাদ। সিনেমার শুটিং শুরু এবং অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও ভক্তদের সঙ্গে সরাসরি শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ঢাকাই সিনেমার দিক থেকে মিষ্টি জান্নাতের প্রতিটি কাজই আলোচনার জন্ম দেয়। নতুন ছবি ‘বিবর’ও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে চমক আনার সম্ভাবনা রাখে।
ভিওডি বাংলা/জা