• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় সিভিল সার্জনকে অপসারণের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে সিভিল সার্জন অফিস ঘেরাও করা হয়।

এদিকে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগে অসাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদের আধিপত্য বিস্তারের লড়াই বলে বিশিষ্ঠজনেরা মনে করছেন।

সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাদাম,কলেজ শিক্ষক ইদ্রিস আলী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য ফারুক হোসেন, ভূমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, হাফিজুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অপেশাদারী আচরণ করে থাকেন। নারী কর্মীদের দিয়ে তিনি ব্যক্তিগত কাজ করিয়ে থাকেন। কোন নারী কর্মী তার কথা না শুনলে তাকে বদলীর ভয় দেখানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সদর হাসপাতালে কর্মরত সাতজন সে¦চ্ছাসেবককে কর্মচ্যুত করার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ গত তিন মাসে ১২দিন স্বল্প সময় করে অফিস করেছেন। তাকে ডেকে ডেকে অফিসে আনতে হয়। তার হাজিরার বিষয়টি ডিজিটাল হাজিরায় প্রমাণ রয়েছে।এছাড়া ডা. ফয়সাল জরুরী বিভাগে কর্মরত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হাসপাতালের রোগী নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হার্ট ফাউডেশনে ভর্তি করিয়ে থাকেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ তার প্রতিষ্ঠানে স্বেচ্চছাসেবকদের দিয়ে হাসপাতাল থেকে রোগী ভর্তি করানো ও সিভিল সার্জনের বিরুদ্ধে পরিকল্পিত মানববন্ধনের অভিযোগ অস্বীকার করেন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, শান্তি রক্ষার্থে তিনি সিভিল সার্জন অফিসে গিয়েছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে যুবলীগ নেতা দ্বারা যুবদল নেতা হয়রানির স্বীকার
নলছিটিতে যুবলীগ নেতা দ্বারা যুবদল নেতা হয়রানির স্বীকার
মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা
মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা
ইটনায় বজ্রপাতে জেলে নিহত, আহত ১
ইটনায় বজ্রপাতে জেলে নিহত, আহত ১