মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার নওগাঁয়ে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, “কিছু উপদেষ্টা দায়িত্বশীলভাবে কাজ করছেন না। তারা মনে করেন, নির্বাচনের মাধ্যমে কোনোভাবে দায়িত্ব থেকে বেরিয়ে আসলে বাঁচতে পারবেন। কিন্তু শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এমন কোনোটা সম্ভব নয়। যারা এ ধরনের চিন্তা করছেন, তাদের জন্য পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো নিরাপদ পথে বের হওয়া নেই।”
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।
সভায় সারজিস আলম আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন সম্প্রতি জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে আগ্রহী হয়েছে। তিনি বলেন, “যে দলটিকে নিবন্ধন দিতে চাওয়া হচ্ছে, তাদের বাস্তব অবকাঠামো খুবই সীমিত। টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া আর কিছু নেই। তাই যেকোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে হলে পূর্বের মানদণ্ড অনুসরণ করলেই হবে না, অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশের সৎ মানুষরা একত্রিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারবে। তবে আওয়ামী লীগের যেকোনো সংস্করণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে কোনো প্রাসঙ্গিকতা পাবে না এবং এনসিপি তা কখনোই মেনে নেবে না।
সভায় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলার নেতৃবৃন্দও সমন্বয় সভায় অংশ নেন।
ভিওডি বাংলা/জা