আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ইবিতে দোয়া মাহফিল


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. মো. আব্দুল বারী। এছাড়াও ছাত্রদলের নেতৃবৃন্দ, সদস্য, ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'শহীদ আবরারের প্রতিটি রক্ত হলো প্রতিবাদের রক্ত। যুবকদের মাঝে শহীদ আবরারের চেতনার রক্ত প্রবাহিত। এই চেতনার রক্ত যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা প্রতিবাদী কাজ করতে পারবো, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কাজ করতে পারবো। শহীদ আবরারের আমলনামায় আমাদের এই ভালো কাজের সাওয়াব লেখা হবে। চেতনার প্রেরণা আবরার, এটি হোক আমাদের ছাত্র সমাজের আলোচনার বিষয়। নতুনরা যাতে জানতে পারে আবরারকে কেন মারা হয়েছে। এ বিষয়টা নিয়েই আমাদের ফ্যাসিবাদ আগ্রাসন রুখে দিতে হবে। আমরা হত্যার পরিবর্তে হত্যা, সন্ত্রাসের পরিবর্তে সন্ত্রাস করতে চাই না। আমরা আমাদের আদর্শ, ভালবাসা, জনগণের কল্যাণ ও আবরারের মাথায় যে চিন্তা ছিল সেই চিন্তার প্রতিফলন ঘটাবো।'
উল্লেখ্য, মোনাজাত শেষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ