ছবি তুলতে গিয়ে পর্বতারোহীর মৃত্যু


চীনের সিচুয়ান প্রদেশে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক পর্বতারোহী নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হং নামের ওই তরুণ ২৫ সেপ্টেম্বর ৫,৫৮৮ মিটার (১৮,৩৩২ ফুট) উচ্চতার মাউন্ট নামা পাহাড়ে হাইকিং করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছবি তুলতে গিয়ে হং নিজের নিরাপত্তা দড়ি খুলে ফেলেন এবং হাতে বরফ কাটার আইস অ্যাক্সও ছিল না। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি প্রায় ২০০ মিটার নিচের বরফের ঢালে পড়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হং দড়ি ছাড়া বরফের ঢালে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ হোঁচট খেয়ে তিনি নিচে গড়িয়ে পড়েন। তার সঙ্গীরা জানায়, দড়ি খুলে দাঁড়ানোর সময় হং-এর ক্র্যাম্পনে (বরফে ব্যবহৃত লোহার জুতা) পা আটকে যাওয়ায় দুর্ঘটনা ঘটে।
কাংডিং মিউনিসিপ্যাল শিক্ষা ও ক্রীড়া ব্যুরোর কর্মকর্তা জানান, হং ও তার দল কর্তৃপক্ষকে কোনো আরোহন পরিকল্পনা জানাননি এবং অনুমতিও নেননি। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও তাকে জীবিত উদ্ধার করা যায়নি।
ভিওডি বাংলা/জা