• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবিতে নতুন দায়িত্বে রাজ্জাক ও আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর-ছবি সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর নতুনভাবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। রাজ্জাকের রঙিন ক্রিকেট ক্যারিয়ারের পর তিনি নির্বাচক ও বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বিসিবির নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মধ্যে বণ্টন করা হয়। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট যোগ দিয়েছেন পরিচালক হিসেবে এবং তিনি দায়িত্ব সামলাবেন এইচপির (হাই পারফরম্যান্স ইন্সটিটিউট)।

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরও নতুন পরিচালক হয়েছেন। তার দায়িত্ব হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট। এ ছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশন ও ফাইন্যান্স কমিটি পরিচালনা করবেন নাজমুল আবেদিন ফাহিম।

নতুন বোর্ডের দায়িত্ব বণ্টন নিয়ে বোর্ড সদস্যরা আশা প্রকাশ করেছেন, এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন বিভাগ আরও কার্যকরভাবে পরিচালিত হবে এবং খেলোয়াড় ও পরিচালকদের মধ্যে সমন্বয় বাড়বে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনা দলে চোটের ধাক্কা
স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনা দলে চোটের ধাক্কা
বিসিবি সভাপতি হলেন বুলবুল
বিসিবি সভাপতি হলেন বুলবুল
পরিচালক পদে জয়ী হলেন যারা
পরিচালক পদে জয়ী হলেন যারা