• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শেরপুর প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সহচর হয়ে তোমায় রাখবো আগলে’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

​পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। তিনি বলেন, দিবসটির প্রতিপাদ্য প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের চেতনাকে আরও গভীরভাবে প্রতিফলিত করে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার, প্রজ্ঞার আলোকবর্তিকা। তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
​জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা বিভাগের অফিস সহকারী মো. হাসানুজ্জামান শরাফত।

​এসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুহুরীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
মুহুরীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
প্রবাসী নাজিম উদ্দিনের বাড়ি ফেরা আর হলো না
প্রবাসী নাজিম উদ্দিনের বাড়ি ফেরা আর হলো না
ঠাকুরগাঁওয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত