• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেতাগীতে ভূমি অফিসের কার্যক্রমে ঘুষের অভিযোগ

বরগুনা প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে।

স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসে মিউটেশন ও দাখিলার মতো সেবাগুলো পেতে অতিরিক্ত টাকা দিতে হয়। তাঁদের দাবি, অফিসের সহকারী কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে না কাউকে অর্থ প্রদান ছাড়া সেবা পাওয়া কঠিন।

হোসনাবাদ ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, উপসহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেনের মাধ্যমে নির্ধারিত সরকারি ফি’র চেয়ে বেশি টাকা আদায় করা হয়। তাঁদের মধ্যে সিদ্দিকুর রহমান ও শাজাহান মিয়া নামের দুই ব্যক্তি জানান, মিউটেশন ও দাখিলা বাবদ তাঁরা কয়েক গুণ বেশি টাকা পরিশোধ করেছেন।

অন্যদিকে মুদি ব্যবসায়ী মোহাম্মদ জাফর দাবি করেন, একটি দলিলের মিউটেশন প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে দেলোয়ার হোসেনকে টাকা দিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “অফিসে কিছু খরচপাতির বিষয় আছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুহুরীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
মুহুরীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
প্রবাসী নাজিম উদ্দিনের বাড়ি ফেরা আর হলো না
প্রবাসী নাজিম উদ্দিনের বাড়ি ফেরা আর হলো না
ঠাকুরগাঁওয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত