• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, ও কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর এই কার্যক্রমের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকান্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

রোববার (০৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পরিচালিত এক যৌথ চেকপোস্টে মিরপুর ক্যাম্পের সেনাসদস্যগণ এই এলাকার শীর্ষ কিশোর গ্যাং “ভইরা দে” গ্রুপের নেতা আশিকুর রহমান শান্ত ওরফে আশিক (১৮)-কে আটক করে। এসময় তার সাথে থাকা তার সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল (২৩) কে আটক করা হয়।

আটককালে তাদের কাছে থাকা ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫২,৪৯৬ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাপ্ত তথ্যমতে, আশিক একজন চিহ্নিত সন্ত্রাসী, যার বিরুদ্ধে মিরপুর, রূপনগর ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে, সেনাবাহিনী কর্তৃক “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় মোতায়েন কালীন সময়ে তৃতীয়বারের মত কিশোর গ্যাং লিডার আশিককে গ্রেফতার করা হল।

আটককৃত অপরাধীদের দেয়া তথ্যের ভিত্তিতে, মিরপুর ক্যাম্প পৃথক দুইটি অপারেশন পরিচালনা করে বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬) কে আটক করে এবং ৬৫ কেজি গাঁজা, ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩২,২৯৫ টাকা উদ্ধার করে।

উল্লেখিত অপরাধীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরিশেষে, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপির ঊর্ধ্বতনে বড় রদবদল
ডিএমপির ঊর্ধ্বতনে বড় রদবদল
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো
এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি
এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি