• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, বিএনপি কর্মী নিহত

চট্রগ্রাম প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে একটি চলন্ত প্রাইভেটকারে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে জেলার রাউজান উপজেলার হাটহাজারী এলাকার মদুনাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আবদুল হাকিম (৬৫)। তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় হামিম অ্যাগ্রো নামে তার একটি গরুর খামার আছে। হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, ঠিক কী কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিক সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সোনারগাঁয়ে পুলিশ-চাঁদাবাজ সংঘর্ষ, তিন পুলিশসহ আহত পাঁচসোনারগাঁয়ে পুলিশ-চাঁদাবাজ সংঘর্ষ, তিন পুলিশসহ আহত পাঁচ
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম