‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী


এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এসে নিজের অভিমত জানিয়ে গেছেন হামজা চৌধুরী।
জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে হামজা বলেন, ‘কোচ সব বড় সিদ্ধান্ত নেন। আমি অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল কঠোর পরিশ্রম করছে, ইনশাআল্লাহ পরিকল্পনা ঠিক আছে।’
সিঙ্গাপুর ম্যাচের হার নিয়ে এখনও হতাশ তিনি। ‘বড় মুহূর্তে আমরা নিজেদের হতাশ করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতে হতো না। তবে এবার আমরা জয়ের জন্য প্রস্তুত।’
দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘এটা ফুটবল—চলতে গেলে চ্যালেঞ্জ আসবেই। আমরা কোনো অজুহাত দেব না। আমাদের স্কোয়াড খুব ভালো।’
কোচ হাভিয়ের কাবরেরার প্রতি বিশ্বাস নিয়েও কথা বলেন তিনি। ‘কোচের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তিনি বুদ্ধিমান, তরুণ দলটাকে ভালোভাবে গড়ে তুলছেন।’
মিডফিল্ডার হিসেবে দুই দিকেই অবদান রাখতে চান হামজা। ‘আমার লক্ষ্য রক্ষণ ও আক্রমণ—দুটোতেই পার্থক্য গড়ে দেওয়া। এই দায়িত্ব আমি উপভোগ করছি।’
পরিবারও এসেছে এবার তাঁর সঙ্গে, যা তাকে আরও অনুপ্রাণিত করছে। ‘ফুটবল দলগত খেলা। মেসি বাংলাদেশের হয়েও খেললে জেতার জন্য টিম স্পিরিট আর ট্যাকটিকসই আসল। একতা থাকলে আমরা জাতি হিসেবে সফল হব।’
ভিওডি বাংলা/ আরিফ