ধলিয়ায় প্রতিবন্ধীকে ঘরে আটকে নির্যাতনের চেষ্টা


ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের আব্বাস পাটোয়ারি নতুন বাড়িতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভাই এবং তার পরিবারকে ঘরে তালা লাগিয়ে অমানবিক নির্যাতন ও উচ্ছেদের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, প্রভাবশালী তিন ভাই- ইয়ার আহম্মেদ হারুন, ছালেহ আহম্মেদ ও আনোয়ার হোসেন, তাদের পরিবারের সদস্য ছালেহা বেগম, বকুল আক্তার ও জোলেখা বেগমসহ কয়েকজন মিলে ওই প্রতিবন্ধী পরিবারের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘরে অবরুদ্ধ পরিবারটিকে উদ্ধার করেন। এর আগে অভিযুক্তরা মিলে ঘরের আসবাবপত্র ভাঙচুর, তছনছ এবং প্রতিবন্ধী ভাইকে মারধর করে উচ্ছেদের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানিয়েছে, প্রভাবশালী হওয়ার কারণে অভিযুক্তরা আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছে। এর আগেও হারুন গ্রুপ নামে পরিচিত ওই পরিবারের সদস্যরা প্রতিবন্ধী ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছিল বলেও দাবি করেছেন তারা।
ভিওডি বাংলা/জা