• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে প্রতিশোধে গোয়ালঘরে আগুন, দগ্ধ ২ গরু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ১১:২৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা। তার প্রতিশোধ নিতে এক কৃষকের ওপর হামলা চালানো হয়। হামলার বিষয় টের পেয়ে ওই কৃষক দৌড়ে পালিয়ে যান। সেসময় কৃষককে না পেয়ে তার গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন দেয় প্রতিপক্ষরা। এতে গোয়ালঘরসহ পুড়ে দগ্ধ হয়েছে একটি ষাড় ও একটি বকনা বাছুর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামের কৃষক তুহিন মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বারেক মণ্ডলের ছেলে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ দিকে মানুষের সঙ্গে শত্রুতার জেরে পশুর ওপর হামলায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক নজর পোড়া গরু দেখতে ছুটে আসছেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উদয় নাতুরিয়া গ্রামের রোকমান খাঁর ছেলে সাইদুল ইসলামের সঙ্গে একই গ্রামের বারেক মণ্ডলের ছেলে তুহিন মণ্ডলের সামাজিক বিরোধ চলছিল। গত সোমবার রাতে ইউনিয়নের চরপাড়া এলাকায় সাইদুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাইদুল তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে তুহিনের ওপর হামলা চালায়। সেসময় ভয়ে দৌড়ে পালিয়ে যান তুহিন। আর তুহিনকে না পেয়ে  তার গোয়াল ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যায় প্রতিপক্ষরা। পরে খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে গোয়ালঘর ও গোয়ালে থাকা একটি ষাঁড় গরুর প্রায় ৪০ ভাগ ও বকনা বাছুরের প্রায় ২৫ ভাগ পুড়ে যায়।

সকাল পৌনে ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, উদয় নাতুরিয়া গ্রামে খালের ধারে তুহিনের গোয়ালঘরসহ বসতি। গোয়ালঘরের বেড়া পুড়ে গেছে। গাছের সঙ্গে বেঁধে রাখা গরু ও বাছুরের শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত। এ সব দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা।

এ সময় ক্ষতিগ্রস্থ তুহিন মণ্ডল বলেন, রাতে প্রতিপক্ষের সাইদুলকে কে বা কারা মারধর করেছে। তা জানিনা। সেজন্য  মঙ্গলবার সকাল ৭টার দিকে সাইদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া দেয়। আমি ভয়ে দৌড়ে পালায়। আমাকে না পেয়ে ওরা গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাড় গরু, প্রায় ৪০ হাজার টাকার একটি বকনা বাছুর ও গোয়াল ঘর পুড়ে গেছে। সঠিক বিচারের আশায় থানায় মামলা করব।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, সাইদুল, সোহানসহ ৮-১০ জন হাঁসুয়া, চাকু ও লাঠিহাতে এসে তুহিনকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালালে তারা গোয়ালঘরে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। পরে সবাই মিলে আগুন নেভানো হয়। ততক্ষণে গোয়ালঘর ও দুটো গরু পুড়ে গেছে।

স্থানীয় কৃষক খলিলুর রহমান বলেন, মানুষের সঙ্গে শত্রুতার জেরে অবলা গরু পোড়ানা ঠিক হয়নি। এর কঠিন বিচার হওয়া উচিৎ। গরু পোড়ার খবরে বিভিন্ন এলাকার মানুষ একনজর দেখতে ছুটে আসছেন।

এ দিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত সাইদুল ও তার লোকজন। তাদের মোবাইল নম্বরও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে সাইদুলের মা সাহিদা খাতুন বলেন, রাতে তুহিনরা আমার ছেলের ওপর হামলা করে ব্যবসায়ের টাকা ছিনতাই করেছে। ঘটনা ধামাচাপা দিতে নিজেরায় আগুন লাগিয়ে মিথ্যা দোষ দিচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আগুনে লাল রঙের ষাড় গরুটির ৪০ ভাগ এবং বকনা বাছুরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে। ষাঁড় গরুটি কিডনিতে আঘাত পাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে রাতে একপক্ষের ওপর হামলা এবং সকালে প্রতিপক্ষের গোয়ালঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে দুইটি গরু দগ্ধ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
শিবচরে নিষেধাজ্ঞা অমান্য, ইলিশ শিকারকালে ৭ জেলে আটক
শিবচরে নিষেধাজ্ঞা অমান্য, ইলিশ শিকারকালে ৭ জেলে আটক
বিএনপি ৪০ টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে: সারজিস আলম
বিএনপি ৪০ টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে: সারজিস আলম