না ফেরার দেশে পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা


জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা আর নেই। প্রায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বুধবার (৮ অক্টোবর) মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর মাথা ও মেরুদণ্ডের আঘাত পান রাজবীর। একটি গবাদি পশুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং চিকিৎসা সেবার পরও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
রাজবীর ২০১৪ সালে “মুন্ডা লাইক মি” একক গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রাণবন্ত কণ্ঠ ও পাঞ্জাবি গর্ব ও সংস্কৃতির উদযাপনমুখী গান অল্প সময়ে তাকে জনপ্রিয় করে তোলে। তার কীর্তিমানের মধ্যে রয়েছে ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’।
অভিনয়ের ক্ষেত্রেও তার পদচিহ্ন রয়েছে। ২০১৮ সালে গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সুবেদার জোগিন্দর সিং’ এবং ২০১৯ সালে ‘জিন্দ জান’ ও ‘মিন্দো তাসিলদারনি’ সিনেমায় তাকে দেখা গেছে। তাঁর অকাল প্রয়াণে পাঞ্জাবি বিনোদন জগতের পাশাপাশি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও শোকের ছায়া নেমেছে।
ভিওডি বাংলা/জা