• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

স্পোর্টস ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পি.এম.
ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার আয়োজিত সংবাদ সম্মেলন। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত না হওয়ায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী ৪৮টি ক্লাব। পাশাপাশি নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও দাবি করেছে তারা। ক্লাবগুলোর অন্যতম সংগঠক রফিকুল বাবু বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জন করছেন।

রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মতো সংগঠকরা উপস্থিত ছিলেন।

ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা জানিয়েছেন, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না। এ ছাড়া বুলবুলকে অবৈধ সভাপতি বলেও উল্লেখ করেছেন মাসুদুজ্জামান। আপত্তি জানিয়েছেন তাদের বিদ্রোহী ক্লাব সংগঠক বলার কারণে।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা একই কথা বারবার বলে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।’

“ফেডারেশন ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ থেকে শুরু করে প্রিমিয়ার ডিভিশন-আমরা কোনো লিগে অংশ নেব না। ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যদি এভাবে চলতে থাকে, আমরা ক্রিকেট থেকে সরে দাঁড়াব। কাউকে হুমকি দেয়া বা ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।”

উল্লেখ্য, ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হন। তবে ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে ৪৮টি ক্লাব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী
‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী
২৩ কমিটির দায়িত্বে ২৪ পরিচালক
২৩ কমিটির দায়িত্বে ২৪ পরিচালক
বিসিবিতে নতুন দায়িত্বে রাজ্জাক ও আসিফ আকবর
বিসিবিতে নতুন দায়িত্বে রাজ্জাক ও আসিফ আকবর