• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের জন্য মাঠে নামার আগেই এলো দারুণ সুখবর। নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন ছন্দে থাকা পেসার মারুফা আক্তার। এতে পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আশার খবর-সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচেই মাঠে দেখা যাবে এই তারকা পেসারকে।

নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানান, কোনো রকম চোট নেই মারুফার। নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানান, স্ক্যান করার প্রয়োজন হয়নি এই টাইগ্রেস পেসারের।

তিনি বলেন, ‘মারুফা শুশ্রূষা নিয়ে ইংল্যান্ড ম্যাচে শেষদিকে বোলিং করার জন্য প্রস্তুত ছিল। ততক্ষণে তেমন ওভার না থাকায় অধিনায়ক ঝুঁকি নিতে চায়নি। মারুফা আক্তার পরের ম্যাচে খেলবে। সে ফিট আছে।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেলে মাত্র ৫ ওভারে ২৮ রান খরচায় মারুফা তুলে নেন ২ উইকেট। এমি জোনস ও ট্যামি বিয়ামন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২টি উইকেট নিয়েছিলেন মারুফা। শুক্রবার (১০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী
‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী
২৩ কমিটির দায়িত্বে ২৪ পরিচালক
২৩ কমিটির দায়িত্বে ২৪ পরিচালক
বিসিবিতে নতুন দায়িত্বে রাজ্জাক ও আসিফ আকবর
বিসিবিতে নতুন দায়িত্বে রাজ্জাক ও আসিফ আকবর