টপ নিউজ
দেবিদ্বারে সড়ক আইন ও পরিবেশ আইন অমান্য করায় জরিমানা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৫, ০৪:০০ পি.এম.


ছবি: ভিওডি বাংলা
দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় মূল সড়কে যানজট সৃষ্টি করায় ফারহানা পরিবহন ও এম এইস ট্রান্সপোর্ট নামে দুটি পরিবহন প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও দুপুর ২টায় রাজামেহার ইউনিয়নে ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাট করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় স্থানীয় সৈয়দ আলী সরকার (৬২) নামের এক ব্যক্তিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিওডি বাংলা/ এমএইচ