রাকসু নির্বাচনে প্রচারণার নতুন কৌশল


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নতুন কৌশলে প্রচার প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের।
বুধবার (৮ অক্টোরব) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন অনেক প্রার্থী। এরমধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবীর, ছাত্রশিবির ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। এদিকে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচার-প্রচারণায়।
নতুন কৌশলে তারাও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা সব প্রার্থীর। এদিকে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক।
আগামী ১৬ই অক্টোবর রাকসু নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। আটটি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০ টি বুথ থাকবে। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভিওডি বাংলা/ এমএইচ