পাকিস্তানে সেনা বহরের ওপর অ্যামবুশ, নিহত ১১


৮ অক্টোবর ২০২৫, খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ৯ জন সেনা সদস্য এবং ২ জন কর্মকর্তা নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, হামলাকারী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল। গাড়ি বহর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা গুলিবর্ষণ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে রাস্তার উপর রাখা বোমা বিস্ফোরিত হয়, যা একটি গাড়ি উড়িয়ে দেয়। নিহত দুই কর্মকর্তা ওই গাড়িতেই ছিলেন।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানায়, নিহতরা ওরাকজাই এলাকায় একটি অভিযান শেষ করে ফেরার পথে ছিলেন, যেখানে তারা টিটিপির ১৯ সদস্যকে হত্যা করেছিলেন।
উল্লেখযোগ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। খাইবার পাখতুনখোয়ায় প্রধানত টিটিপি সক্রিয়, আর বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান এই দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ করেছে।
থিংকট্যাংক সংস্থা পিসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও সেনা-পুলিশ অভিযানে ৯ শতাধিক প্রাণহানি ঘটেছে।
ভিওডি বাংলা/জা