• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাসত্ব নয়, স্বনির্ভর হবার তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গড়তে কারো দাসত্ব নয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হবার জোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এ তাগিদ দেন তিনি।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দেশের আইসিটি খাতে প্রচুর চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে। আরো সক্ষমতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার।’
 
তিনি বলেন, ‘বিগত সরকারের বিস্তর দুর্নীতি ও লুটপাটের প্রভাবে ব্যাংকিং খাত এখনো পুরোপুরি ঠিক করা যায়নি। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর বিভিন্ন দেশের দূতাবাস না থাকায় যে ভিসা জটিলতা সৃষ্টি হয়, তা থেকে বেরিয়ে আসতে জোর দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
 
শিক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘দেশে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সাইন্স ভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সবার মতামত নেয়া হয়েছে।’
 
তিনি বলেন, ‘ইসলামি ক্যাটাগরির পাঁচটি ব্যাংক শিগগির একিভূত হচ্ছে এবং ক্যাশলেস লেনদেন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া দেশের ৯টি রেজিম কোম্পানিকে অতি দ্রুতই অবসায়ন করবে সরকার।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাহিদকে বলতে হবে কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান
নাহিদকে বলতে হবে কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান
পলক বললেন, মন খারাপ নেই, ভোটে লড়বেন
পলক বললেন, মন খারাপ নেই, ভোটে লড়বেন
পরিদর্শনে এসে দুই ঘণ্টা আটকা ফাওজুল কবির
পরিদর্শনে এসে দুই ঘণ্টা আটকা ফাওজুল কবির