• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেসবুক লাইভে স্বামীর আত্মহত্যার চেষ্টা, স্ত্রী বললেন ‘নাটক’

আন্তর্জাতিক ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটকের জয়ানগর এলাকায় সালমান পাশা নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করেন, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে তার স্ত্রী সৈয়দ নিকহাত ফিরদৌস ঘটনা ‘নাটক’ বলে দাবি করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, কর্নাটকের জয়ানগর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা সালমান পাশা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তার স্ত্রী ও স্ত্রীর পরিবারের সদস্যরা তাকে মানসিকভাবে নির্যাতন করছেন। এরপরই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

পেশায় হাইড্রোলিক মেকানিক সালমান পাশা কুয়েতে কর্মরত ছিলেন। দেশে ফিরে চার বছর আগে সৈয়দ নিকহাত ফিরদৌসকে বিয়ে করেন। প্রথম দুই বছর দাম্পত্য জীবন সুখেই কাটলেও দ্বিতীয় সন্তানসম্ভাবা অবস্থায় সালমান বিদেশে যাওয়ার পর থেকেই সম্পর্কে ফাটল ধরে।
 
বিদেশ যাওয়ার পর নিকহাত পিত্রালয়ে চলে যান, সেখান থেকেই কলহের সূত্রপাত হয় বলে জানা গেছে।

লাইভে সালমান পাশা দাবি করেন, তার স্ত্রী, স্ত্রীর পরিবার ও এক আত্মীয় সৈয়দ বুরহান উদ্দিন তাকে মানসিকভাবে হয়রানি করেছেন এবং অর্থের জন্য চাপ সৃষ্টি করেছেন। বুরহান উদ্দিন তুমাকুরু জেলার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (AIMIM) জেলা সভাপতি।
 
সালমান আরও অভিযোগ করেন, তার স্ত্রী বুরহান উদ্দিনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত এবং দেশে ফিরে আসার পরও তাকে দুই সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, থানার কর্মকর্তারাও স্ত্রীর পরিবারের পক্ষ নিয়েছেন এবং মিথ্যা মামলায় তাকে জেলে পাঠানো হয়েছিল। এসব অভিযোগের পরেই তিনি লাইভে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে তুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 
ঘটনার পর সালমানের স্ত্রী সৈয়দ নিকহাত ফিরদৌস সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আগেও সে এমন নাটক করেছে। তখন সাবান পানি খাওয়ার ভান করেছিল। সে আমার কর্মস্থলে এসে আমাকে এসিড ঢেলে মারার হুমকি দিয়েছিল। আমি আগেই থানায় অভিযোগ করেছি। এখন সে কেবল সহানুভূতি আদায় করার জন্য এই নাটক করছে।

পুলিশ জানায়, ঘটনা তদন্তাধীন। উভয় পক্ষের অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে ধর্মীয় উৎসবে বিক্ষোভে জান্তার হামলায় নিহত ৪০
মিয়ানমারে ধর্মীয় উৎসবে বিক্ষোভে জান্তার হামলায় নিহত ৪০
১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা
১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা
ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে হস্তান্তর করল ইসরায়েল
ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে হস্তান্তর করল ইসরায়েল