• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ সেরা সাইফ

স্পোর্টস ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে সাইফ হাসান (বাঁয়ে) এবং দারুণ উন্নতি করেছেন নাসুম আহমেদ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে চমক দেখানো সাইফ হাসান নেদারল্যান্ডস সিরিজের মাধ্যমে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার ব্যাটিং নজর কেড়েছে। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টিতে দেশের সেরা ব্যাটার হিসেবে স্থান পেয়েছেন ২৬ বছর বয়সী সাইফ।

হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে সাইফ আরও ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে পৌঁছেছেন। দীর্ঘদিন পর কোনো বাংলাদেশি ব্যাটার টি-টোয়েন্টি সেরা ২০–এ স্থান পেয়েছে। মাত্র ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ৬০০ পয়েন্ট স্পর্শ করেছেন সাইফ; তার আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ ও তাওহীদ হৃদয়।

এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ৬১ ও ৬৯ রান করা সাইফ আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে ৬৪ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সাইফ বাদে বাংলাদেশের মধ্যে তানজিদ তামিম ৩৭ নম্বরে, লিটন ও হৃদয় যথাক্রমে ৪৩ ও ৪৬ নম্বরে অবস্থান করছেন। পারভেজ হোসেন ইমন ১৮ ধাপ লাফিয়ে ৫৩ নম্বরে উঠে এসেছে। আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব করা জাকের আলী ৬২ নম্বরে নেমে গেছেন, আর সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯৩ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৮৭ ধাপ উন্নতি করে ৪৪ নম্বরে পৌঁছেছেন। শরিফুল ইসলাম ২১ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে, তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন। তবে শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ পিছিয়েছেন। মস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত, ১২ নম্বরে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের
বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের
বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় আসছে পাকিস্তান, বাংলাদেশের ব্যয় অর্ধ কোটি!
বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় আসছে পাকিস্তান, বাংলাদেশের ব্যয় অর্ধ কোটি!
‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী
‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী