• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা উত্তর সিটি করপোরেশন

জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

নিজস্ব প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানিয়েছেন, জন্মনিবন্ধন ছাড়াই শিশু-কিশোররা টাইফয়েড টিকা নিতে পারবে। বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মাহমুদা আলী বলেন, টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে টিকাদান ক্যাম্পেইন চলবে। এ সময়ে মোট ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে। সাধারণত সরকারের ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়। তবে জন্মনিবন্ধন না থাকলে শিশুরা সরাসরি নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। সেখানে ডিএনসিসির কর্মকর্তা শিশুদের তথ্য সংগ্রহ করে টিকা কার্ড প্রদান করবেন।

জন্মনিবন্ধনসহ শিশুরা হলুদ রঙের টিকা সার্টিফিকেট পাবেন। জন্মনিবন্ধন ছাড়া টিকা নেওয়া শিশুরা পাবেন সবুজ রঙের সার্টিফিকেট।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১০ দিন টিকাদান কার্যক্রম চলবে। স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত, এবং স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে। প্রতিটি টিমে দুই জন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ক্যাম্পেইনের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাসত্ব নয়, স্বনির্ভর হবার তাগিদ প্রধান উপদেষ্টার
দাসত্ব নয়, স্বনির্ভর হবার তাগিদ প্রধান উপদেষ্টার
নাহিদকে বলতে হবে কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান
নাহিদকে বলতে হবে কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান
পলক বললেন, মন খারাপ নেই, ভোটে লড়বেন
পলক বললেন, মন খারাপ নেই, ভোটে লড়বেন