সবাই যদি রাস্তা চায়, কবরে যাওয়ার রাস্তাও থাকবে না: উপদেষ্টা


সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, দেশের যেখানে যাই রাস্তা চায়। আপনারা সবাই যদি শুধু রাস্তা চান, তাহলে একদিন দেখে যাবে যে, কবরের যাওয়ার জন্য রাস্তা খুজে পাওয়া যাবে না।
বুধবার (৮ অক্টোবর) সকাল ব্রাহ্মণবাড়িয়া রাস্তার কাজ পরিদর্শনে সরাইল-বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে শাহবাজপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, সবাইকে সম্ভব হলে ট্রেনে চলাচল করতে হবে। বাসা-বাড়িতে আর পাইপলাইন দিয়ে গ্যাস দেওয়া হবে না। শিল্প ও মেইল ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহ দেওয়া হবে।”
তিনি ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও যানজটের জন্য দায়ী করেন এবং বলেন, “এই যানজটের জন্য শুধু রাস্তার অবস্থা নয়, ট্রাফিকের অদক্ষ ব্যবস্থাপনাও অনেকাংশে দায়ী।”
তিনি জানান, সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ জন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার) রাস্তায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, সড়কের একপাশে মালামাল ফেলে রাখা ও চলমান সংস্কারকাজের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। এতে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে।
সরেজমিনে যাত্রীরা জানান, রাত থেকেই যানজটে আটকে আছেন। এক যাত্রী বলেন, “রাত থেকে গাড়িতে বসে আছি, কখন ছাড়ব জানি না।” এদিকে ধীরগতির চারলেন প্রকল্প ও সংস্কারের অভাবে নিয়মিত এমন ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।
ভিওডি বাংলা/ এমএইচ