ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা


বাংলাদেশি সবুজ পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে ভিসা না পাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়া নিয়ে জটিলতায় উদ্বেগ জানান তিনি।
বিভিন্ন দেশের ভিসা না দেয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে।
উন্নত রাষ্ট্রগুলোতে শিক্ষার্থীদের যাওয়ার হার নিয়ে কাজ চলছে বলেও জানান তৌহিদ হোসেন।
তিনি বলেন, প্রতি বছর জার্মানি পাকিস্তান থেকে ৯ হাজার শিক্ষার্থী নেয়। অন্তত বাংলাদেশ থেকেও একই পরিমাণ শিক্ষার্থী নেয়ার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি।
গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দিতে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশেই যেন অনিচ্ছুক। ভিসা দেয়াতো দূরের কথা, যেসব দেশে ভিসা ‘অন-অ্যারাইভাল’ নিয়ম চালু আছে, সেসব দেশও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে।
ভিওডি বাংলা/ এমএইচ