টপ নিউজ
ভারতের ভি. সাভারাম আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পি.এম.


ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্র প্রদেশের ড. বি. আর. আম্বেদকর কোনসীমা জেলার ভি. সাভারাম গ্রামে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) লক্ষ্মী গণপতি ফায়ারওয়ার্কস কারখানায় আতশবাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সুপার রাহুল মীনা জানান, নিহতদের দেহ পুরোপুরি পুড়ে গেছে এবং ধারণা করা হচ্ছে তারা কারখানার শ্রমিক ছিলেন। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি সম্ভবত অসাবধানতার কারণে ঘটেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি লাইসেন্সপ্রাপ্ত কারখানা ছিল। উদ্ধার অভিযান এখনো চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/জা