• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের জন্য ভিসানীতি শিথিল হবে না: স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারত সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন, ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের জন্য নতুন কোনো ভিসা রুট খোলার পরিকল্পনা নেই। ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্টারমার, যাদের মধ্যে আছেন উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাদের লক্ষ্য ব্রিটেনে ভারতীয় বিনিয়োগ বাড়ানো এবং ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত করা।
 
স্টারমার বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বিশাল সুযোগ রয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের জন্য নতুন কোনো ভিসা রুট খোলার পরিকল্পনা নেই।
 
জুলাই মাসে ব্রিটেন ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা দীর্ঘ আলোচনার পর গৃহীত হয়।

লেবার সরকার বর্তমানে অভিবাসন কমানোর চেষ্টা করছে এবং গত সপ্তাহে তাদের সম্মেলনে কঠোর স্থায়ী বসবাস নীতির ঘোষণা দিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টারমার বলেন, ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তিতে ভিসার কোনো ভূমিকা নেই এবং এই অবস্থান অপরিবর্তিত আছে।

স্টারমার সাংবাদিকদের জানান, ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তিতে ভিসার কোনো ভূমিকা নেই এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে ধর্মীয় উৎসবে বিক্ষোভে জান্তার হামলায় নিহত ৪০
মিয়ানমারে ধর্মীয় উৎসবে বিক্ষোভে জান্তার হামলায় নিহত ৪০
১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা
১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে সোয়াজিল্যান্ডের রাজা
ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে হস্তান্তর করল ইসরায়েল
ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে হস্তান্তর করল ইসরায়েল