ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের


ইনজুরির কারণে লিটন দাস দলে নেই, ফলে ব্যাটিংয়ে ফাঁকা জায়গা ছিল। দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান সেই সুযোগটি পেয়েছেন। আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সাইফের অভিষেক হচ্ছে।
বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান এবং পেস বোলার হাসান মাহমুদ। স্পিন বিভাগে জায়গা নিশ্চিত করেছেন তানভীর ইসলাম।
অপরদিকে, আফগানিস্তান দলে নতুন বাঁ-হাতি পেসার বাশির আহমেদ ওয়ানডেতে অভিষেক করছেন। এশিয়া কাপ ও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক (উইকেটকিপার), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেলিয়া খারোত, এ এম গজনফর, বাশির আহমেদ।
ভিওডি বাংলা/জা