বিএনপির সাংগঠনিক ও সহ-সাংগঠনিকদের সঙ্গে রিজভীর বৈঠক


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সাংগঠনিক সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মিডিয়ার সংক্রান্ত
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের কেন্দ্রীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড.জিয়াউদ্দিন হায়দার, দলের ভারপ্রাপ্ত চেয়াম্যানের বিশেষ সহাকারী ড.সাইমুম পারভেজ, সাংগঠনকি সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবুর রহমাম শামীম, অধ্যক্ষ সেলিম ভুইয়া,সৈয়দ শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসর রহমান, আব্দুল খালেক, মিফতাব উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে দলের সাংগঠনকি বিভিন্ন বিষয়ে নির্দেশনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ায় দলের ভুমিকা তুলে ধরার জন্য বিশেষ নির্দেশনা দেওযা হয়েছে।
ভিওডি বাংলা/ এমপি