শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন নাসরিন আক্তার


ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন নাসরিন আক্তার।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় তিনি পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এই নবীন কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা ৩৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। শেরপুরে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-এ কর্মরত ছিলেন।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে তার যোগদানে শেরপুর জেলা পুলিশ আরও গতিশীল হবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ভিওডি বাংলা/ এমএইচ