শিবচরে সহীহ কুরআন তেলাওয়াতের অনুশীলন


মাদারীপুর জেলার শিবচরে অবস্থিত আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মশকো (তেলাওয়াত অনুশীলন) ক্লাস।
বুধবার (৮ অক্টোবর) সকালে মাদ্রাসার শিবচর শাখা প্রাঙ্গণে এ মশকো ক্লাসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ মশকো প্রদান করেন আন্তর্জাতিক বিচারক ও একাধিক দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা কারী শায়েখ শোয়াইব আল-আজহারী। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে কুরআনের সৌন্দর্য তুলে ধরেছেন। তার নেতৃত্বে এই মাশক ক্লাসে শিক্ষার্থীরা কুরআনের সুরেলা ও সহীহ তেলাওয়াতের বাস্তব অনুশীলন করে।
এসময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ উসমান গণি, হাফেজ জোবায়ের আহমেদ এবং মাদ্রাসার অন্যান্য অভিজ্ঞ ওস্তাদগণ। তাঁরা কুরআন তেলাওয়াতের সঠিক উচ্চারণ, তাজবিদের নিয়ম, মাখরাজের সঠিকতা এবং সুরের ভারসাম্য বজায় রাখার ওপর বিস্তারিত আলোচনা করেন।
শায়েখ শোয়াইব আল-আজহারী তার বক্তব্যে বলেন,কুরআন শেখার সর্বোত্তম পদ্ধতি হলো অনুশীলন যাকে আমরা মশকো বলি। কুরআন শুধুমাত্র মুখস্থ করাই যথেষ্ট নয় বরং সহীহভাবে তেলাওয়াত করা হচ্ছে প্রকৃত হিফজ ও তেলাওয়াতের সৌন্দর্য।
তিনি আরও বলেন, কুরআনের প্রতিটি অক্ষর ও শব্দের সঠিক উচ্চারণ রক্ষা করা প্রতিটি হাফেজ ও কারীর দায়িত্ব। এজন্য নিয়মিত মশকো ক্লাসে অংশগ্রহণ করা এবং অভিজ্ঞ কারীদের তত্ত্বাবধানে অনুশীলন করা অত্যন্ত জরুরি।
মাদ্রাসার মোহতামীম অনুষ্ঠানে বলেন, আমাদের লক্ষ্য শুধু ভালো ছাত্র তৈরি করা নয় বরং এমন হাফেজ ও কারী তৈরি করা যারা কুরআনকে হৃদয়ে ধারণ করবে এবং সারা বিশ্বে ইসলামের বার্তা ছড়িয়ে দেবে। এ জন্য আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পরিবেশ গড়ে তুলেছি।
বিশেষ এই মশকো ক্লাসে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা আন্তর্জাতিক কারীদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করে অনুপ্রাণিত হয়। শিক্ষার্থীরা জানায়, এমন অভিজ্ঞ কারীদের কাছ থেকে শেখার সুযোগ তাদের তেলাওয়াতের মান ও আত্মবিশ্বাস বাড়াবে।
মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার পরিচালক বেলাল মাদানি সাহেব জানায়, নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বাড়াতে এ ধরনের বিশেষ মশকো ক্লাস, তাজবিদ কর্মশালা ও হিফজ প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ