মধুপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু


ঢাকা থেকে তাবলীগ জামাতে বের হয়ে মধুপুরে এসে পানিতে ডুবে ওয়ালিদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আজাদ স্পোটিং ক্লাবের পাশে বংশাই নদের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
ওয়ালিদ ঢাকার সাভারের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ইমানদিপুর গ্রামের জনৈক আলাউদ্দিনের ছেলে। সাভার পৌর এলাকার জিনিয়াস মডেল মাধ্যমিক স্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র ওয়ালিদ ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে তার সাভারের সহপাঠী ও তাবলিগ জামাতের সাথী রিসান।
স্থানীয়রা জানান, বুধবার এলাকার ছেলেদের সাথে গোসলে নেমে ব্রিজের উপর থেকে নদীতে ঝাপাঝাপি করছিলেন ওই কিশোর। হঠাৎ তাকে পাওয়া যায় না। এলাকাবাসী পানিতে খোজা শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে ভেসে উঠলে তার নিথর দেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় যোগাযোগ করলে মধুপুর থানার ওসি( তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।
ভিওডি বাংলা/ এমএইচ