• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওমানে সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পি.এম.
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসীর মৃত্যু। সংগৃহীত ছবি

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা যায়, মাছধরা শেষে ফেরার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং বাকিরা হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান। নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। একসঙ্গে একই এলাকার সাতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ওমানপ্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসও।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন নতুন কমিটি গঠন
চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন নতুন কমিটি গঠন
বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী