• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোথায় হেরেছে বাংলাদেশ, ব্যাখ্যা দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ১০:৩০ এ.এম.
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার (৮ অক্টোবর) রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ২২১ রানের টার্গেট ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় আফগানিস্তান।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ভাষায়, “শেষ দিকে আমরা জুটি গড়তে পারিনি। সেখানেই মূল সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল, কিছুটা টার্নও ছিল।”

রানের ঘাটতিতেই হারের আক্ষেপ শোনা গেছে তার কণ্ঠে। মিরাজ বলেন, “যদি ২৬০ রানের মতো করতে পারতাম, তাহলে ফল ভিন্ন হতে পারত। আমাদের ভালো বোলার আছে, কিন্তু তাদের হাতে পর্যাপ্ত রান তুলে দিতে পারিনি।”

টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই হোঁচট খেতে হলো টাইগারদের। সামনে আরও দুটি ম্যাচ বাকি। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করতে এই সিরিজ জেতা গুরুত্বপূর্ণ।

তবুও দল নিয়ে আশাবাদী মিরাজ। তিনি বলেন, “আমাদের সামনে এখনো সুযোগ আছে। এক ম্যাচ গেছে, আরও দুটি বাকি। কিছু ভুল করেছি, যত দ্রুত সম্ভব সেগুলো থেকে শিখে এগিয়ে যেতে হবে। আমি আত্মবিশ্বাসী, ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ সেরা সাইফ
দেশ সেরা সাইফ
মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ নারী দল
মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ নারী দল
আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল
আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল