• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ১১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ তথ্য তিনি বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ওয়ালে জানান।

এর পাশাপাশি, জুলাই-অগাস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দিচ্ছেন আসিফ মাহমুদ। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে।

মামলার গ্রেপ্তারকৃত চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

পলাতক আসামির মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল চানখারপুলের মামলায় চার পলাতকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে
বিচার চলাকালীন আইন সংশোধন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
বিচার চলাকালীন আইন সংশোধন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু