• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড. তোফায়েল আহমেদের জানাজা আজ ফতেহপুরে

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ১১:৪০ এ.এম.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ- ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের মরদেহ হাটহাজারীর ফতেহপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছে। এই সময় পুরো ফতেহপুরে শোকের ছায়া নেমে আসে।

স্বজনরা জানান, আজ সকাল ১১টায় স্থানীয় ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ড. তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগের চিকিৎসার জন্য মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্টে রিং বসানোর কথা ছিল, তবে তার আগে তিনি চিরবিদায় নেন।

ড. তোফায়েল আহমেদ ১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ ও ১৯৭৭ সালে তিনি যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০২৪ সালের অক্টোবর মাসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন। পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির সভা আজ
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির সভা আজ