• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচর পৌর বিএনপি’র প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ১২:১১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সুদীর্ঘ ৯ বছর প্রতীক্ষার পর মাদারীপুরের শিবচর পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নব গঠিত প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে মাদারীপুর জেলা বিএনপি’র প্রস্তাবিত এ আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

উল্লেখিত মাদারীপুরের শিবচর পৌরসভা বিএনপি’র প্রস্তাবিত বিএনপি'র কমিটিতে ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
 
মো. আবুল কালাম মল্লিককে আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিবচর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা সেলিম খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয় ।

নবগঠিত প্রস্তাবিত কমিটিতে ত্যাগী ও দলীয় কার্যক্রমে অবদান রাখায় তাদেরকে কমিটিতে রেখে ২৩  সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলো-হেমায়েত হোসেন খান সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, শাহাদাত হোসেন শফিক বেপারী ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক, ইমতিয়াজ হোসেন চৌধুরী ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক, মো. হাসান আব্দুল্লাহ ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক, ছাইদুজ্জামান নাসিম ৪ নম্বর যুগ্ম-আহ্বায়ক, মো. পান্নু গোমস্তা ৫ নম্বর যুগ্ম-আহ্বায়ক, মো. আব্দুল মান্নান খান ৬ নম্বর যুগ্ম-আহ্বায়ক, মান্নান হাওলাদার ৭ নম্বর যুগ্ম-আহ্বায়ক, শাহরিয়ার ফরিদ ৮ নম্বর যুগ্ম-আহ্বায়ক, আলমগীর হোসেন আলম ৯ নম্বর যুগ্ম-আহ্বায়ক। 

এছাড়া, সম্মানিত সদস্যবৃন্দরা হলো- মস্তফা মোল্লা, দেলোয়ার হোসেন গোমস্তা (দিলু), মো. আতাহার হাওলাদার, আব্দুল কুদ্দুস মোল্লা, শহীদ মাতুব্বর, মনিরুল হাসান, মেজবাহ গোমস্তা মাসুম, হারুন অর রশীদ, ইব্রাহিম খান, শিউলী ইসলাম ও নিজাম বেপারী।

মাদারীপুর জেলা বিএনপি'র আহ্ববায়ক এ্যাডভোকেট মো. জাফর আলী মিয়া এবং  মাদারীপুর জেলা বিএনপি'র সদস্য সচিব  জাহান্দর আলী জাহান পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে  স্বাক্ষর করে একটি দলীয় প্যাডে এ প্রস্তাবিত কমিটি প্রকাশ করা হলো।

ভিওডি বাংলা-আহসান হাবীব/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
ভোটকেন্দ্র পূর্বের স্থানে বহাল রাখার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
ভোটকেন্দ্র পূর্বের স্থানে বহাল রাখার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার সীমান্তে বিজিবি অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোণার সীমান্তে বিজিবি অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ