• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেধা এবং যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মেধা এবং যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি। এছাড়া কোনো ধরনের মাপকাঠি এখানে নাই। আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম নিয়োগ বোর্ড এবং প্রথমেই ফ্রেশ নিয়োগ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপাচার্যের বাসভবনে চলমান নিয়োগ বোর্ড প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরীক্ষা, ভাইভা এবং একাডেমিক রেজাল্ট তিনটি সমন্বয়ে সর্বোচ্চ মেধায় যে আসবে তাকে আমরা সিলেক্ট করবো।

ফ্যাসিস্টের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি মনে করি যে, বোর্ড সম্পূর্ণ ভাবে মানসিকভাবে প্রস্তুত। আমাদের এখানে এক্সপার্ট আছে, সিন্ডিকেট সদস্য আছে এবং উপাচার্য আছে, সুতরাং চেয়ারম্যান যে মানসিকতার হোক না কেন এখানে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। 

উল্লেখ্য, ইউজিসি থেকে ছয়টি পদে অর্থছাড়ের সিদ্ধান্তের পর গত ৩ আগস্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞাপিত বিভাগগুলো হলো— ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননায় শিবিরের তীব্র ক্ষোভ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননায় শিবিরের তীব্র ক্ষোভ
টানা ছুটির পর আবারও রাকসু নির্বাচনের প্রচারণা শুরু
টানা ছুটির পর আবারও রাকসু নির্বাচনের প্রচারণা শুরু
রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়ল
রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়ল