• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার দুষ্টু বাচ্চাদের সঙ্গে মিস্টার বিন

বিনোদন ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০১:৩০ পি.এম.
রোয়ান অ্যাটকিনসন-ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী হাসির রাজা রোয়ান অ্যাটকিনসন আবারও ফিরছেন নতুন কমেডি সিরিজ নিয়ে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ম্যান ভার্সেস বি’-এর সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’ চলতি বছরের ১১ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে, ক্রিসমাস উৎসবের সময়।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যান ভার্সেস বি’-তে মিস্টার বিন একটি মৌমাছির সঙ্গে মজার লড়াই দেখিয়েছিলেন। এবার তার প্রতিপক্ষ দুই শিশু। চার পর্বের নতুন সিরিজে আগের মতোই ‘ট্রেভর বিংলি’ চরিত্রে দেখা যাবে অ্যাটকিনসনকে।

নতুন সিরিজে বিংলি হাউস কেয়ারটেকারের চাকরি ছেড়ে দিয়ে একটি স্কুলে যোগ দেন। ছুটির আনন্দ উপভোগ করার সময় স্কুলের আশপাশে নাম-পরিচয়হীন দুই শিশুকে খুঁজে পান তিনি। অভিভাবকের অনুপস্থিতিতে তাদের দেখাশোনার দায়িত্ব তার কাঁধে পড়ে, আর এরপর শুরু হয় একের পর এক হাস্যকর বিপত্তি।

পরিচিত অগোছালো, গোঁফে রাগ আর কান্ডজ্ঞানহীন বিংলি চরিত্রে অ্যাটকিনসন নতুন সিরিজে আরও একবার কমেডির জাদু দেখাবেন।

গত বুধবার নেটফ্লিক্স সিরিজটির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছে, যেখানে দুই শিশুর সঙ্গে অ্যাটকিনসনের মজার মুহূর্তগুলো প্রদর্শিত হয়েছে। সিরিজটি শুধু অভিনয় নয়, রোয়ান অ্যাটকিনসন উইল ভেডিসের সঙ্গে যৌথভাবে লিখেছেন এবং পরিচালনাও করেছেন।

নেটফ্লিক্স জানিয়েছে, ১১ ডিসেম্বর থেকে প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ম্যান ভার্সেস বেবি’।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড চিলিজের বিরুদ্ধে সমন, ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি
রেড চিলিজের বিরুদ্ধে সমন, ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার