• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যে সকল বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষেধ

স্পোর্টস ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০২:৪১ পি.এম.
(ছবি: বাফুফে)

এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে দেশের হাজার হাজার ফুটবলভক্ত। ইতোমধ্যে ম্যাচের সকল টিকিট বিক্রি করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। 

তবে দুই দলের নিরাপত্তা ও যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দর্শকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে বাফুফে।

স্টেডিয়ামে নিষিদ্ধ-নিয়ন্ত্রিত বস্তু ও কর্মকাণ্ড

১. কোনো ধরনের অস্ত্র বহন করা কঠোরভাবে নিষিদ্ধ।
২. মাদকদ্রব্য ও অন্যান্য বেআইনি সামগ্রী আনা যাবে না।
৩. জাতিগত, রাজনৈতিক বা ধর্মীয় উস্কানির উপর ভিত্তি করে যে কোনো সামগ্রী নিষিদ্ধ।
৪. আতশবাজি, আগুন ধরিয়ে দিতে পারে বা অগ্নি-ঝুঁকি বাড়ায় এমন কোনো জিনিস আনা যাবে না।
৫. সহায়তাকারী প্রাণী (যেমন দিশানির্দেশক কুকুর) ব্যতীত অন্য কোনো প্রাণী স্টেডিয়ামে আনা যাবে না।
৬. আসনের নিচে রাখা যোগ্য নয় এমন বড় বা ভারি বস্ত্র/বস্তু আনা যাবে না।
৭. লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সামগ্রী বা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ ভঙ্গ করে এমন যন্ত্রপাতি নিষিদ্ধ।
৮. প্রচার বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি যেকোনো পণ্য বা সামগ্রী আনা যাবে না।
৯. ব্যক্তিগত ব্যবহারের বাইরে কোনো পেশাদার রেকর্ডিং ডিভাইস বা বড় কামেরা আনতে নির্দেশ দেওয়া হয়নি (কোনো রেকর্ডিংয়ের জন্য পূর্বানুমতি থাকতে হবে)।
১০. জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করতে পারে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ।
১১. অন্য দর্শকদের খেলা দেখতে বাধা প্রদানকারী কোনো বস্তু বা আচরণ সম্পূর্ণরূপে অনুচিত এবং নিষিদ্ধ।

বাফুফে আরও জানিয়েছে, উপরের নিয়মাবলী অমান্যকারীদের বিরুদ্ধে দেশের কার্যকর আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে-তাদের স্টেডিয়াম থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এবং ভবিষ্যতে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। দর্শকদের শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করতে বোঝাপড়া ও সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর প্রেরণা এখনো পর্তুগালের জার্সি
রোনালদোর প্রেরণা এখনো পর্তুগালের জার্সি
ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের
ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ