• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে রানার এক্সপ্রেসের নতুন শাখা উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে দেশের স্বনামধন্য মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান রানার এক্সপ্রেস (RUNNER EXPRESS) এর নতুন শাখা “বিসমিল্লাহ মটরস অটো শো-রুম” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মধুপুর পৌর শহরের কল্লোল সিনেমা হল রোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন রানার এক্সপ্রেসের ন্যাশনাল সেলস ম্যানেজার (NSM) টিএম আসিবুল ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন রানার এক্সপ্রেসের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (RSM) ওবাইদুল ইসলাম রনি, বিক্রয় ব্যবস্থাপক (TSM) হুমায়ুন কবির, বিসমিল্লাহ মোটরসের স্বত্বাধিকারী পরিচালক আব্দুল হান্নান'সহ মধুপুর উপজেলার ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, রানার এক্সপ্রেস দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোটরসাইকেল কোম্পানি হিসেবে গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেয়। মধুপুরে নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন আরও সহজে আসল রানার মোটরসাইকেল, স্পেয়ার পার্টস ও সার্ভিসিং সুবিধা পাবেন।

নতুন শোরুম বিসমিল্লাহ মোটরস-এ গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারে ক্রয়ের সুবিধা ও দ্রুত রেজিস্ট্রেশন সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলে জানান শোরুমের স্বত্বাধিকারী।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় ব্যবসায়ী সমাজ ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে বিষয়টি ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ জাল ধ্বংস
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ জাল ধ্বংস
বাঁশখালীতে সংঘবদ্ধ চক্রের শতাধিক গাছ কাটার অভিযোগ
বাঁশখালীতে সংঘবদ্ধ চক্রের শতাধিক গাছ কাটার অভিযোগ