• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এআইয়ে সহপাঠিনীর অশ্লীল ছবি, ছাত্র বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তরুণীদের অশ্লীল ছবি বা ভিডিও বানানোর ঘটনা এখন উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক তরুণী। সম্প্রতি এমনই এক ঘটনায় ভারতের ছত্তীসগড় রাজ্যের নব রায়পুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযোগ অনুযায়ী, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ওই ছাত্র এআই প্রযুক্তি ব্যবহার করে ৩৬ জন সহপাঠিনীর ছবি বিকৃত করে পর্নোগ্রাফির মতো কনটেন্ট তৈরি করেন। অভিযুক্তের ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভ থেকে উদ্ধার হয়েছে এক হাজারের বেশি বিকৃত ছবি ও ভিডিও।

অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। নারী সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি অভিযোগকারিণী ও তাদের অভিভাবকদের বক্তব্য নিচ্ছে। এ ঘটনায় ডিভাইসগুলো বাজেয়াপ্ত করে সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে।

কলেজের রেজিস্ট্রার শ্রীনিবাস বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। গোপনীয়তা রক্ষা করে দ্রুত তদন্ত শেষ করা হবে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকৃত ছবি ও ভিডিওগুলো কলেজের অভ্যন্তরেই তৈরি করা হয়েছে। এগুলো বাইরে ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এখন একটি বড় সামাজিক হুমকি। নারীদের গোপনীয়তা রক্ষায় নতুন আইন ও সচেতনতা জরুরি হয়ে পড়েছে।

সূত্র: আনন্দবাজার

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত নিয়ে তারেকের মন্তব্যে বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
ভারত নিয়ে তারেকের মন্তব্যে বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় উচ্ছ্বাস
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় উচ্ছ্বাস