ফেনীতে ৪ লাখ ২৫ হাজার শিশু-কিশোরকে দেওয়া হবে টাইফয়েড টিকা


ফেনীতে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়েত বিন করিম।
সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. রাশেদ হাসান, সদর উপজেলা এমওসিএইচডি ডা. প্রণয় কুমার চক্রবর্তী।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, এবারের টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ফেনী জেলার ৪ লাখ ২৫ হাজার শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। ১৮ কর্মদিবসব্যাপী এ কর্মসূচি শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে এবং চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
প্রথম ১০ দিন জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, পরবর্তী ৮ দিন নির্ধারিত টিকাদান কেন্দ্রে দেওয়া হবে টিকা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়েত বিন করিম বলেন, আমাদের সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টাইফয়েড প্রতিরোধে সবার সচেতনতা প্রয়োজন। এক ডোজ টিসিডি টিকা দিন—আপনার সন্তানকে টাইফয়েডের ঝুঁকি থেকে মুক্ত রাখুন।”
তিনি আরও বলেন, সরকার এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে। সকল টিকাদান সামগ্রী ইতোমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো বিভ্রান্তিকর তথ্য পেলে তা দ্রুত জানাতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ