• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনার ফরিদপুরে ১০ পরিবার অবরুদ্ধ,থানায় অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ফরিদপুর উপজেলায় ১০টি পরিবার কে প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে এক প্রভাবশালী পরিবারের তিন ভাই। অভিযোগ উঠেছে-তারা সরকারি রাস্তা কে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ গ্রামের প্রভাবশালী তিন ভাই,আব্দুল আউয়াল খান,মোতাহার হোসেন ও আব্দুল মতিন সরকারি রাস্তা দখল করে নেন এবং চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এতে করে গ্রামের অন্তত ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

অবরুদ্ধ পরিবারগুলোর সদস্যরা জানান, গত ৩ অক্টোবর ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা ন্যায্য বিচার না পেয়ে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

অবরুদ্ধ পরিবারের সদস্যরা হলেন- মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডল, শরিফুল মণ্ডল, হযরত মণ্ডল, মুমতাজ মণ্ডল, রমজান আলী, স্বপন হোসেন, আজগর আলী এবং আব্দুল মাওয়াল খান।

তারা অভিযোগ করে বলেন,আমরা প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছি। বাইরে বের হতে পারছি না। থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এখন যেন বন্দির মতো জীবন কাটাচ্ছি।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে সাধারণ মানুষ চলাচলের স্বাভাবিক অধিকার ফিরে পায়। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন,অনেক পূর্বে থেকেই আমরা জানি এটি সরকারি রাস্তা কার ব্যক্তিগত সম্পত্তি নয়।

এ বিষয়ে ফরিদপুর থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছিলাম উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় বসার কথা বলা হয়েছিল বিবাদী উপস্থিত হয়েছিল কিন্তু বাদি সবুজ মন্ডল উপস্থিত না হওয়ায় বসা হয়নি। অবরুদ্ধর বিষয়ে থানা পুলিশ অবগত নয়। 

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবরুদ্ধ করে রাখার বিষয় আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টি খুব নেক্কারজনক। বিষয়টি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারীতে চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ জাল ধ্বংস
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ জাল ধ্বংস