বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা


ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আগামী ১৮ অক্টোবর থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে এবং এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
ইনজুরিতে পড়া এভিন লুইসের জায়গায় তরুণ ব্যাটার আকিম অগাস্টে প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক করা খেরি পিয়েরে গুদাকেশ মোতি ও অলরাউন্ডার রোস্টন চেজের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা আলিক আথাঞ্জেও দলে জায়গা পেয়েছেন।
ক্যারিবীয় কোচ ড্যারেন সামি তরুণদের দলে নেওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তিনি বলেছেন, “আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ দেয়াই তরুণ খেলোয়াড়দের উন্নয়নের মূল। আকিম জাতীয় দলে যোগ দিয়ে সেই পথেই হাঁটছে। অনূর্ধ্ব-১৫ দল থেকে জাতীয় দলে উঠে এসেছে, এখন তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার সুযোগ।”
ইনজুরির কারণে সামার জোসেফ ও আলজারি জোসেফ ভারত সফর থেকে বাদ পড়েছিলেন, আবারও জাতীয় দলে ফিরেছেন। মোতি কিছুটা বিশ্রামের কারণে ভারতীয় সিরিজে খেলেননি।
বাংলাদেশ সফরের জন্য মূলত তরুণ খেলোয়াড়রা দলে থাকায় কোচ সামি আত্মবিশ্বাসী। তিনি বলেন, “দলটির মধ্যে জয়ের মানসিকতা তৈরি করতে হবে এবং দীর্ঘমেয়াদে দলকে একসাথে সফল করতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ অংশ।”
টি-টোয়েন্টি দলে বাঁ-হাতি পেসার র্যামন সিমন্ডস ও উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু অন্তর্ভুক্ত হয়েছেন। জাঙ্গু অধিনায়ক শাই হোপের ব্যাকআপ হিসেবে খেলবেন।
বাংলাদেশ সফরের আগে মোতি, কেসি কার্টি, শেরফানে রাদারফোর্ড, আকিম অগাস্টে ও জাঙ্গু চেন্নাই সুপার কিংস একাডেমিতে প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। সিডব্লিউআই ক্রিকেট পরিচালক মাইলস বাসকোম্বে বলেন, এই ধরনের প্রস্তুতি উপমহাদেশের কন্ডিশনে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সিরিজ: ১৮, ২১ ও ২৩ অক্টোবর (ঢাকা)
টি-টোয়েন্টি সিরিজ: ২৭, ২৯ ও ৩১ অক্টোবর (চট্টগ্রাম)
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্টে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খেরি পিয়েরে, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথাঞ্জে, আকিম অগাস্টে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভমান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস
ভিওডি বাংলা/জা