• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে সংঘবদ্ধ চক্রের শতাধিক গাছ কাটার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় এই বৃক্ষ নিধন ও লুটের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ কেটে লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে ঢুকে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

বাগানের মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তার পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। 
এ সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বারবার হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করে আসছিল। আজ সকালে তারা দলবল নিয়ে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায়। আমরা পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি। বরং পুলিশের উপস্থিতিতেই তারা ট্রাকে করে গাছগুলো নিয়ে যায়।

এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকে এই বাগান মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের। সরকার পরিবর্তনের পর থেকে এই বাগান দখল ও গাছ কেটে নিতে কামাল ও মিজানের নেতৃত্বে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে জায়গা জমি দখল ও গাছ কাটার মত কর্মকাণ্ড চালিয়ে আসছে। সরকার পরিবর্তনের পর থেকে এরা লোকজনকে মামলার ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে দখল ও লুটপাট চালাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি। তিনি জানান, বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারীতে চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ জাল ধ্বংস
রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ জাল ধ্বংস