নেত্রকোণায় সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়


নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দ্বোর গোড়ায় পৌঁছাতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে। আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলেই আমি নির্বাচন করবো। জনগণের সমর্থন নিয়ে যদি নির্বাচিত হতে পারি, তাহলে অবহেলিত পূর্বধলার শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।
অন্যথায় দল যাকে মনোনয়ন দেবে আমি তারই নির্বাচন করবো। মত বিনিময় সভায় তিনি জাতির বিবেক সাংবাদিক সহ সর্বস্তরের সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
ভিওডি বাংলা/ এমএইচ