বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে পাংশায় জনসভা

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় পাংশা সরকারি কলেজ মাঠে পাংশা উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক।
তিনি বলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও আমাদের নেতা তারেক রহমানের কথা বলতে। আমাদের নেতা তারেক রহমানকে পঙ্গু করে দেয়া হয়েছে, কোকো-কে মেরা ফেলা হয়েছে। বিএনপির কোটি কোটি নেতাকর্মীদের হত্যা করা ও জেলে দেয়া হয়েছে। এই অত্যাচার সহ্য করেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার আমলে বহু মানুষকে হত্যা ও গুম করা হয়েছে। আমাদের বহু নেতাকর্মীদেরকে অকারণে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। এই এলাকার অনেক কর্মীকে পরিবার পরিজন ছেড়ে রাতের আঁধারে বনে-বাঁদাড়ে ঘুরে বেড়াতে হয়েছে। এই ১৮ বছরের ইতিহাস বাংলাদেশকে বিক্রি করে দেয়ার ইতিহাস, এদেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করে দেয়ার ইতিহাস। এই ১৮ বছরে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষকে তার পছন্দমতো সরকার গঠণ করতে দেয়া হয় নাই। বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে স্কুল পর্যায় পর্যন্ত বাংলাদেশকে দলীয়করণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (ভিপি রাজা), বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট এ এস এম মোজার কবির খান (নান্নু), জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ খন্দকার মশিউল আজম (চুন্নু), কালুখালী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক খান মোঃ আইনুল হাবিব, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ মুজাহিদুল ইসলাম, পাংশা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, কালুখালী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম সরদার ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদল নেতা সজীব রাজা।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও রাজবাড়ী জর্জ কোর্টের এ্যাডভোকেট এ.এন.এম শাহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম মিয়া, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আকমল হোসেন ও এম.এ মজিদ বিশ্বাসসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ মিছিল সহ জনসভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতার শুরু হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







