• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সামনে আরও সংকট আসছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি-সংগৃহীত

শেখ হাসিনার সময় যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তেমনটা আবারও হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কিছুটা আত্নসমালোচনা করে সামনে এগিয়ে যাবার কথা বলেন তিনি। সামনে ভয়ংকর পরিস্থিতি আসছে বলে সবাইকে এক থাকার আহবান জানান উপদেষ্টা মাহফুজ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রেস ইনস্টিটিউটে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। ততটা ভায়োলেন্স হয়নি যতটা হবার কথা। তবে রাজনৈতিক অসাবধনতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই গণঅভ্যুত্থান মানুষের কাছে সমান হয়ে যাচ্ছে।

এ সময় রাজনৈতিক নেতারা জুলাইয়ের বিপ্লবী জনতাকে ব্যর্থ করেছেন কিনা, সে বিষয়েও আত্মসমালোচনা করা দরকার বলে মন্তব্য করেন মাহফুজ আলম।

তিনি বলেন, আর কত প্রাণ গেলে একটা রাষ্ট মর্যাদাপূর্ণ অবস্থায় যাবে আমার ঠিক জানা নাই। যেহেতু আমরা ফ্যাসিবাদের গণমাধ্যম বন্ধ করি নাই তাই সামনে আমরা নতুন কিছু গণমাধ্যম চালু করব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট  শিক্ষাবিদ,বুদ্ধিজীবী, সমালোচক ড সলিমুল্লাহ খান।

ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন বিপ্লবের বরাত দিয়ে সলিমুল্লাহ খান বলেন, কোন বিপ্লবই সম্পূর্ণ ব্যর্থ হয় না, আবার সফলও হয় না।

কিছুটা অভিযোগের সুরে তিনি বলেন, জুলাই বিপ্লবকে কেউ কেউ বিপ্লব বলতে নারাজ। আজ থেকে ১০০ বছর পরে হয়তো কোন কোন ইতিহাসবিদ শুধু জুলাই বলবে।

উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে সলিমুল্লাহ খান বলেন, কেন  ১৮৫৭ সালের বিপ্লবকে নিয়ে কোন উদযাপন  হবে না? পরিশেষে তিনি দর্শকের উদ্দেশ্যে বলেন ,জুলাইয়ের আন্দোলনকে আপনারা তালেবান আন্দোলন বলেন; আর আমেরিকান আন্দোলনই বলেন শেষমেষ মানুষ প্রাণ দিয়েছে। এটাই বড় কথা। 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ।

তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবে মানুষ রক্ত দেওয়ার জন্য উন্মুখ হয়ে ছিল। এটা এমন একটা বিপ্লব যেখানে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল।

গবেষক ও লেখক সাইমুম পারভেজ বলেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শেখ মুজিবকে যে দেবত্বকরণ সেই দেবত্বকরণ প্রক্রিয়াকে বিনষ্ট করে দিয়েছে আমাদের বর্তমান সময়। কোন ব্যক্তি নয়, কোন গোষ্ঠী জনগণই যে আসল নিয়ামক সেটাই প্রমাণ হয়েছে।

অনুষ্ঠানটির  স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পি আই বি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।  এছাড়া অনুষ্ঠানের সভাপ্রধান হিসেবে সমাপনী বক্তব্যে দেন চেয়ারম্যান, পরিচালক  বোর্ড (পিআই বি) ফেরদৌস আজিম ।

ভিওডি বাংলা/ রাশাদ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমি অফিস হবে মানুষের আস্থার প্রতীক: সিনিয়র সচিব
ভূমি অফিস হবে মানুষের আস্থার প্রতীক: সিনিয়র সচিব
গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক পদে সরকারের নিয়োগের ক্ষমতা থাকা উচিত: সিপিডি
গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক পদে সরকারের নিয়োগের ক্ষমতা থাকা উচিত: সিপিডি
ড. তোফায়েল আহমেদের জানাজা আজ ফতেহপুরে
ড. তোফায়েল আহমেদের জানাজা আজ ফতেহপুরে